Fiverr হলো একটি আনলাইন মার্কেটপ্লেস । যেখানে আপনি আপনার দক্ষতা বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন । ধরুন আপনি একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার, আপনি চাইলে Fiverr এ গ্রাফিক্স এর কাজ করে টাকা ইনকাম করেতে পারবে । আপনি লিখা লিখি করতে পছন্দ করেন.? চাইলে আপনি আর্টিকেল লিখেও টাকা ইনকাম করতে পারবেন ।
শুধু দক্ষতা বিক্রি নয় চাইলে আপনি কিনতেও পারবে । ধরুন আপনি একটি ওয়েবসাইট বানাতে চাচ্ছেন কিন্তু আপনি ওয়েব-ডেভেলপার নয় । তখন কি করবেন.?সিম্পল Fiverr যাবেন একজন ওয়েব-ডেভেলপার কে হায়ার করবেন, আপনার কাজ টি করিয়ে নিবেন ।
F iverr মুলত ডিজিটাল সেবা ক্রয়/বিক্রি এর জন্য একটি আনলাইন মার্কেটপ্লেস । আপনি চাইলে যে কন একটি কাজের উপর দক্ষতা অর্জন করে ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন ।
Fiverr
Fiverr কি কি কাজ করা যায়.?
Fiverr অনেক গুলা ক্যাটাগরি রয়েছে । আবার তার সাব-ক্যাটাগরি ও রয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য ঃ
. Social Media Advertising.
. Public Relations.
. Digital Marketing.
. Graphic Designer.
. Web Developer.
. Aps Developer.
. Seo ইত্যাদি।
Fiverr কাজ করতে কি কি লাগবে.?
Fiverr কাজ করতে প্রথমে যেটা প্রয়জন তা হলো দক্ষতা । কেননা Fiverr একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস তাই আপনার দক্ষাতা ও আন্তর্জাতিক মানে হতে হবে । তার পর যা লাগবে তা হলো Fiverr একটি একাউন্ট । কাজ করতে হলে অবশ্য আপনার একটি একাউন্ট থাকতে হবে।
কাজ পাওয়ার জন্য গিগ সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো গিগ দিবেন ততো বেশি কাজ পাবেন। কিভাবে একটি এস,ই,ও সম্পন্ন গিগি দিবেন বিস্তারিত জানতে এই পোষ্ট টি পড়ুন।
আপনার গিগ তৈরী হয়ে গেলে যতটা সম্ভব আপনাকে আনলাইনে থাকতে হবে। কেননা প্রথম কাজ পাওয়া টা খুব কষ্টকর। এক বার অর্ডার পাওয়া পর আপনি যখন ভালো রিভিউ পাবেন। আপনার কাজের পরিমান আরো বেড়ে যাবে।
Fiverr সেলার একাউন্ট সাধারন তো ৪ টা ক্যাটাগরি তে হয়ে থাকে।
নিউ সেলার ঃ আপনি যখন নতুন একাউন্ট খুলবেন তখন নিউ সেলার ক্যাটাগরি থাকবে।
লেভেল ওয়ানঃ আপনি যখন পর পর ১০ টি অর্ডার কম্পিলিট করবেন এবং ৪.৭ রেটিং সহ ৪০০ডলার ইনকাম করতে পারবেন। Fiverr আপনাকে অটো লেভেল ওয়ান ক্যাটাগরি তে নিয়ে য়াবে।
লেভেল টুঃ আপনি যখন ৫০ টি অর্ডার কম্পিলিট করবেন এবং ৪.৭ রেটিং সহ ২,০০০ডলার ইনকাম করতে পারবেন । Fiverr আপনাকে অটো লেভেল টু ক্যাটাগরি নিয়ে যাবে।
টপ রেটেড সেলারঃ একইভাবে আপনি যখন ১০০টি অর্ডার কম্পিলিট করবেন এবং৪.৭ রেটিং সহ ২০,০০০ডলার ইনকাম করতে পারবেন । Fiverr আপনাকে টপ রেটেড সেলার ক্যাটাগরি তে নিয়ে যাবে। এ ক্যাটাগরি সেলার রা সবসময় কাজ বেশি পায়। Fiverr এদের কে একটু এক্ট সুবিধা দিয়ে থাকে।আবার যদি কেউ টপ রেটেড থাকা অবস্থায় কাজ খারাপ করে অর্থাৎ খারাপ রিভিউ পায় তবে আবার তার লেভেল ডাউন করে দেয় ।
Fiverr একাউন্ট তৈরী করলেন গিগ দিলেন কাজ ও করলে টাকা কোথায়ই.?
ওয়েট।
Fiverr থেকে টাকা উঠানোর জন্য আপনাকে Payonner, Paypal ব্যাংক একাউন্ট ব্যবহার করতে হবে। তবে আমাদের দেশের অধিকাংশ ফ্রিল্যান্সাররা, টাকা উঠানোর জন্য,Payonner একাউন্ট ব্যবহার করে থাকে।
এবার Fiverr এ থাকা ডলার আপনার Payonner একাউন্ট এ transfer করুন। তারপর Payonner থেকে লোকাল ব্যাংক transfer করুন। তারপর আপনার উপার্জন করা অর্থ হাতে নিন।
এতোটা সময় ব্যয় করে পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোষ্টটি ভালো লাগলে বা আরো কিছু জানার থাকলে কমেন্ট বলতে পারেন। অথবা আমাদের জন্য কন পরামর্শ থাকলে কমেন্ট জানাতে ভুলবেন না। আমাদের মেইল করুন এই ঠিকানায় Admin@tech24update.com আপনার বন্ধু দের সঙ্গে পোষ্টি শেয়ার করতে ভুলবেন না।
3 thoughts on “Fiverr কি.? কিভাবে কাজ করবেন।”