নিজের নম্বর গোপন রেখে কল দিতে পারবেন। কেননা আপনি যাকে কল দিবেন তার কাছে একটি আই,পি নম্বর থেকে কল যাবে।
আপনাকে একটি নিদিষ্ট নম্বর দেওয়া হবে যেটা শুধু আপনারি থাকবে-০৯৬৩৮XXXXXX কেউ সেই নম্বরে কল দিলে তা কেবল মাত্র আপনার কাছেই আসবে।
মাত্র ৩৩ পয়সা কল রেট কাটবে যা বর্তমান বিভিন্ন সিম কোম্পানি থেকে অনেক টাই কম।
বিভিন্ন প্যাক বা নির্দিষ্ট রিচার্জ এর প্রয়োজন হবে না। আপনি আপনার প্রয়োজন অনুযাই রিচার্জ করতে পারবেন। সর্বনিম্ন ১০টাকা থেকে শুরু।
রিচার্জ নিজেই করতে পারবেন বিকাশ,রকেট,নগত,ইন্টারনেট ব্যাংক, অথবা ডেবিট/কেডিট কার্ড দিয়েও করতে পারবেন।
জেনে নেই বিকাশ একাউন্ট খোলার নিয়ম এবং বিকাশ একাউন্ট নিরাপদ রাখার কিছু টিপস।
আই,পি নম্বর হলেও যার সঙ্গে কথা বলবেন তার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না। শুধু মাত্র আপনার থাকলেই চলবে।
বর্তমান দেশে প্রয় সকল অফিস আই,পি নম্বর ব্যাবহার করে থাকে, ব্যাংক, e commerce সহ সমস্ত নম্বরে কথা বলতে গেলে দেখা যাই আমাদের ফোনের ব্যালান্স শেষ করে ফেলেও লাইন পাওয়া যাই না। এক্ষেত্রে Brilliant ব্যাবহার করা টা খুবি জরুরী, কেননা এ সমস্ত নম্বরে কথা বললে আপনাকে কোন চার্জ দিতে হবে না।
Brilliant থেকে Brilliant একদম ফ্রি।
কিভাবে Brilliant এ বিকাশ ,রকেট থেকে রিচার্জ করবেন টা জানতে এই পোষ্ট টি পড়ুন।
অসুবিধাঃ
Brilliant ব্যাবহার করতে হলে আপনাকে ইন্টারনেট কানেকশন চালু রাখতে হবে।
কেউ আপনার Brilliant নম্বরে কল দিলে, আপনার ইন্টারনেট কানেকশন চালু না থাকলে তখন আপনি কল টি পাবেন না।
ব্যালান্স শেষ হলে কন অ্যাডভান্স পাবেন না , যেমন সিম কোম্পানি গুলা দেয়।
brilliant helpline number; +880 9638 383838,
আজ এপর্যন্ত , আপনার আরও কিছু জনারা বা আমাদের জানানোর থাকলে কমেন্ট করতে পারেন মেইল করতে পারেন অথবা যুক্ত হতে পারেন আমাদের Facebook Page এ ।
One thought on “মাত্র ৩৩ পয়সা মিনিট কথা বলুন, যে কন নম্বরে। নিজের নম্বর গোপন রেখে।”