গ্রাফিক্স ডিজাইন অনলাইনে ঘরে বসে আয়ের ক্ষেত্রে গ্রাফিক্স ডিজাইন ভালো উপায়। যারা এই কাজে দক্ষ, তাঁরা বিভিন্ন ডিজাইন অনলাইন মার্কেটপ্লেসগুলোতে দিয়ে রাখেন।
সেখান থেকে তাঁদের আয় আসে। তাঁদের তৈরি একটি পণ্য অনেকবার বিক্রি হয়, অর্থাৎ একটি ভালো নকশা থেকেই দীর্ঘদিন পর্যন্ত আয় হতে থাকে।
অনলাইনে এ ধরনের অনেক ওয়েবসাইটে গ্রাফিক্স কাজ বিক্রি করা যায়। এ ছাড়া অনলাইন মার্কেটপ্লেসগুলোতেও গ্রাফিক্স ডিজাইনার দের অনেক চাহিদা রয়েছে।
আপনার ডিজাইন বিক্রি করতে পারবেন এমন কিছু সাইটের তালিকা নিচে দেওয়া হলো।
Designhill
Creative Market
Art Web
Design Cuts
Threadless
Zazzle
Redbubble
MyFonts
Design By Humans
জরিপ, সার্চ ও রিভিউ অনলাইন জরিপে অংশ নিয়ে অর্থ আয় করতে পারেন। অনেক ওয়েবসাইট জরিপে অংশ নিলে অর্থ দেয়। এ ছাড়া অনলাইন সার্চ ও পণ্যের পর্যালোচনা লিখে আয় করতে পারেন।
তবে, এ ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি ক্রেডিট কার্ড বা ব্যাংকিং তথ্য দেওয়া লাগতে পারে। তাই এ ক্ষেত্রে কাজ করার সময় সতর্কভাবে কাজ করতে হবে। এ বিষয়ে কাজের সময় কোনটি প্রকৃত কাজ আর কোনটি স্ক্যাম—যাচাই-বাছাই করে নিয়ে কাজ করতে পারেন।
অনলাইন টিউটর কোনো বিষয়ে যদি আপনার পারদর্শিতা থাকে, তবে অনলাইনে সে বিষয়ে শিক্ষা দিতে পারেন। অনলাইন টিউটরদের এখন চাহিদা বাড়ছে। সব বয়সী শিক্ষার্থীদের আপনি শিক্ষা দিতে পারবেন। এখানে অন্য দেশের শিক্ষার্থীদেরও পড়ানোর সুযোগ রয়েছে।
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অনলাইন টিউশনির সুযোগ রয়েছে।
সুতরাং বলা যায় অনলাইন প্লাটফর্ম একটি যুগোপযোগী পন্থা। নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সহায়ক ভূমিকা পালন করে। জীবন টা কে সুন্দর করে সাজিয়ে রাখতে পারে।
আর্থিক সমস্যা দূর করতে পারে।শুধু ব্যাক্তি স্বার্থ নয় বরন বাংলাদেশকে আধুনিকায়ন করতে সাহায্য করে এটি। বেকারত্ব দূর করার সাথে সাথে মানুষকে কর্মমুখী করে তোলে।
2 thoughts on “অনলাইন ইনকাম 2021”